ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নাজিবের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৯ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। মালয়েশিয়ার দুর্নীতিবিরোধী কমিশন (এমএসিসি) তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

 যাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে তারা হলেন, নুরিয়ানা নাজওয়া নাজিব, মোহাম্মদ নোরাশ্বমান নাচিক, মোহাম্মদ নিজার নাজিব ও পুতেরি নূরলিসা নাজিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে।

তদন্ত অংশ হিসেবেই তাদের অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে বলে এমএসিসি থেকে জানানো হয়েছে।

এদিকে ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ব্যাপারে নাজিব রাজাকের মেয়ে নুরিয়ানা নাজওয়া নাজিব অভিযোগ করেন।

অপরদিকে নাজিব রাজাকের ছেলে মোহাম্মদ নিজার গত ৬ জুন ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার বিষয় নিয়ে তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।

তিনি তার পোস্টে জানান, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ায় বিভিন্ন জটিলতার মুখোমুখি হচ্ছে তার পরিবার।

অ্যাকাউন্ট জব্দ করার বিভিন্ন বিল পর্যন্ত দিতে পারছেন না বলে জানান তিনি।

 

এমএইচ/ এআর

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি