ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

নিউজার্সিতে বেশ কয়েকটি সন্দেহজনক বস্তু উদ্ধার, বিস্ফোরণ হয় ১টি

প্রকাশিত : ১৮:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:১৮, ১৯ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নিউজার্সির এলিজাবেথে ট্রেন স্টেশনের পাশে একটি ব্যাগ থেকে বেশ কয়েকটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটির বিস্ফোরণ হয়। এর একদিন আগে নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণ হয়। এদিকে যুক্তরাষ্ট্রের মিনেসোটার শপিং মলে ছুরিকাঘাতে ৮ জন আহতের ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠি আইএস।  হামলার সময় পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। অপরদিকে নিউইয়র্কে বিস্ফোরণে ২৯ জন আহতের ঘটনায় প্রেসার কুকার বোমা ব্যবহার করা হয়। ঘটনার সময় উদ্ধারকৃত বোমাটিও একই ছিলো। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। ২০১৩ সালে বোস্টন ম্যারাথনে প্রেসার কুকার বোমা ব্যবহৃত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি