ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

নিউজিল্যান্ডে শিক্ষিকার মৃত্যু, নোবিপ্রবিজুড়ে শোকের ছায়া

নোবিপ্রবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:৩৩, ১৩ সেপ্টেম্বর ২০২১

নোবিপ্রবি সহকারী অধ্যাপিকা অর্পিতা রায়

নোবিপ্রবি সহকারী অধ্যাপিকা অর্পিতা রায়

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডে মারা গেলেন অর্পিতা রায় নামে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপিকা। রোববার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দেশটির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। নিউজিল্যান্ডে তিনি পিএইচডির জন্য অবস্থান করছিলেন। নোবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অর্পিতা রায় রোববার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে না ফেরার দেশে চলে গেছেন। তিনি নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোতে পিএইচডি শিক্ষার্থী ছিলেন। জানতে পেরেছি, হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।

অধ্যাপক ড. ফিরোজ আহমেদ আরও বলেন, অর্পিতা রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাইক্রোবায়োলজি বিভাগ থেকে পড়াশোনা শেষ করে নোবিপ্রবিতে শিক্ষকতা শুরু করেন। তিনি ২০১৯ সাল থেকে নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর  বলেন, অর্পিতা রায়ের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এই প্রথম আমরা কোনো সহকর্মীকে হারালাম। আমরা তার পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাই।

এদিকে অর্পিতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। 

এক শোক বার্তায় উপাচার্য বলেন, অর্পিতা রায়ের মৃত্যুতে নোবিপ্রবি পরিবার গভীরভাবে শোকাহত। তিনি মৃতের আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি