ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নিত্যপণ্যের বাজারে টানা বৃষ্টির প্রভাব

প্রকাশিত : ১৪:২৭, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:২৭, ১২ আগস্ট ২০১৬

Ekushey Television Ltd.

কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারে। পর্যাপ্ত সরবরাহ না থাকায় বেড়েছে সব ধরনের চালের দাম। বেড়েছে বোতলজাত সয়াবিন, মাছ ও রসুনের দাম। এজন্য বাজারের অব্যবস্থাপনাকে দায়ী করে মনিটরিং জোরদার করার দাবী জানিয়েছেন ক্রেতারা। টানা কয়েক দিনের বৃষ্টিতে বিপর্যস্থ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। চাহিদা অনুযায়ী বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকায় চট্টগ্রামে বিভিন্ন বাজারে প্রতিবস্তা মোটা চালের দাম বেড়েছে আড়াইশ’ থেকে ৩শ’ টাকা পর্যন্ত। বেড়েছে অন্য চালের দামও। এদিকে বাজারে প্রচুর ইলিশ থাকলেও দাম আকাশ ছোঁয়া। দাম বেড়েছে বোতলজাত সয়াবিন, রসুনসহ মসলার দাম। তবে স্থিতিশীল আছে সবজির বাজার। এদিকে বাজারে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন ক্রেতারা। ক্রেতা-বিক্রেতা সবার প্রত্যাশা, নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার কার্যকর উদ্যোগ নেবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি