ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ৩ আগস্ট ২০১৭ | আপডেট: ১৭:১৮, ৩ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-উথায়মির সাক্ষাৎ। ছবি : বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-উথায়মির সাক্ষাৎ। ছবি : বাসস

Ekushey Television Ltd.



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ সব সময়ই স্বাধীনতাকামী ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে থাকবে। বৃহস্পতিবার ঢাকা সফররত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব ড. ইউসেফ বিন আহমাদ আল-উথায়মিনের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

বুধবার দিবাগত রাতে ঢাকায় পৌঁছেন ইউসেফ। পরে সকালে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। ওই সময় প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম ছাড়াও তাঁর কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মিয়ানমারের বাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে আসা রোহিঙ্গা সংকট নিরসনে মুসলিম দেশগুলোর ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনার বিষয়ে গুরুত্বারোপ করেন ওআইসি মহাসচিব। তিনি রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আশ্রয় দেওয়ায় সরকারের প্রশংসা করেছেন। বলেছেন, মিয়ানমারের বৌদ্ধ ধর্মীয় নেতা ও বাংলাদেশের মুসলিম ধর্মীয় নেতাদের মধ্যে আলোচনা এই সমস্যার সমাধানের পথ বের করবে।

প্রধানমন্ত্রী বৈঠকে ওআইসি মহাসচিবকে জানান, বাংলাদেশকে এই সমস্যা নিয়ে নিয়ে ভুগতে হচ্ছে ১৯৯১ সাল থেকে। নিবন্ধিত ও অনিবদ্ধিত মিলিয়ে বাংলাদেশে প্রায় চার লাখ রোহিঙ্গা অবস্থান করছে।

কয়েক দশক ধরে বাংলাদেশের কক্সবাজারে বসবাস করে আসা রোহিঙ্গা শরণার্থীদের ‘মানবিক কারণে’ নোয়াখালীর হাতিয়ায় সরিয়ে নেওয়ারও ঘোষণা রয়েছে সরকারের। ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের স্থানান্তারের ওই সিদ্ধান্তের প্রশংসা করেছেন।

শেখ হাসিনা বৈঠকে বলেন, মিয়ানমার যাতে তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়, সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মহাসচিব হিসেবে দায়িত্ব নেয়ার পর এটিই ইউসেফের প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশে চলতি বছরের নভেম্বরে ওআইসির পর্যটনমন্ত্রীদের দশম অধিবেশন এবং ২০১৮ সালের প্রথমার্ধে ওআইসি কাউন্সিল অব ফরেন মিনিস্টার্সের পরবর্তী অধিবেশন আয়োজনের প্রাক্কালে সংস্থাটির মহাসচিব এ সফরে এলেন।

বিকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে ওআইসি মহাসচিবের পৃথক বৈঠক করার কথা রয়েছে। সফরকালে ওআইসি মহাসচিব এবং তাঁর সফরসঙ্গী প্রতিনিধিদল সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে বৈঠক করবেন।

ওআইসি মহাসচিব শুক্রবার কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবির ও এর সংলগ্ন এলাকায় মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সঙ্গে কথা বলবেন।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি