নির্ধারিত সময়ের আগেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ
প্রকাশিত : ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ০৯:৫১, ২৫ ফেব্রুয়ারি ২০১৭
নির্ধারিত সময়ের আগেই মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরুর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শুক্রবার মেরিল্যান্ডে রিপাবলিকান পার্টির বার্ষিক ‘কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্স’-এ দেয়া ভাষণে তিনি এ’কথা বলেন। এ’সময় অবৈধ অভিবাসীদের দ্রুত যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এদিকে, প্রত্যেক ফেডারেল এজেন্সিকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশনা দিয়ে নতুন নির্বাহী আদেশ জারি করেছেন ট্রাম্প। এছাড়া, হোয়াইট হাউসে প্রেস সেক্রেটারি শন স্পাইসারের সংবাদ সম্মেলনে ঢুকতে দেয়া হয়নি সিএনএন, নিউইয়র্ক টাইমস, গার্ডিয়ানসহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমকে। এ’ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।
আরও পড়ুন