ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

নির্বাচনের মাহাত্মকে নষ্ট করতে ককটেল বিস্ফোরণ: ঢাবি প্রক্টর

ঢাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় ফের ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানী বলেছেন, ‘নিশ্চয়ই কোনো গোষ্ঠী ব্যক্তি স্বার্থে বা সুষ্ঠু সিটি করপোরেশন নির্বাচনের মাহাত্মকে নষ্ট করার জন্য এ অপতৎপরতা চালাচ্ছে। এদেরকে আইনের আওতায় আনা হবে।’ 

আজ সোমবার সকালে বিস্ফোরণের ঘটনা পরবর্তী এক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

প্রক্টর বলেন, ‘ককটেল বিস্ফোরণ সম্পর্কে আমরা অবগত আছি। প্রক্টরিয়াল টিম ও আইন প্রয়োগকারী সংস্থা সেখানে আছে। যে দুষ্ট চক্র এর সাথে জড়িত তাদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, সোমবার সকাল সোয়া ১১টার দিকে মধুর ক্যান্টিনের সামনে ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। কলা ভবনের ছয় তলা থেকে ককটেলটি ছুঁড়ে মারা হয় বলে অনেকে দাবি করেছেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি