ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

নির্বাচন কমিশনে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রভাব মুক্ত থেকে দায়িত্ব পালন করবেন

প্রকাশিত : ১৯:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:৪৪, ৭ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশনে নতুন যাদের নিয়োগ দেওয়া হয়েছে তারা প্রভাব মুক্ত থেকে দায়িত্ব পালন করবেন বলে আশা করছেন বিশ্লেষকরা। এটি তাদের নৈতিক দায়িত্ব বলেও মনে করেন তারা। আর নীতি নৈতিকতা মেনে চললে নতুন কমিশন সফল হবে বলেও মত বিশ্লেষকদের। সার্চ কমিটির সুপারিশে সোমবার নতুন প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার নিয়োগ দেন রাষ্ট্রপতি। রাজনৈতিক দলগুলোর দেয়া নাম নিয়ে কয়েকদফা বৈঠক ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতামত নেয়ার রাষ্ট্রপতির কাছে সুপারিশ পাঠায় সার্চ কমিটি। নতুন নিয়োগপ্রাপ্তরা দলমতের উর্ধ্বে উঠেই দায়িত্ব পালন করবেন বলে মনে করছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। নতুন নির্বাচন কমিশন সাহসের সঙ্গে, দায়িত্ব পালন করবে বলেও আশা তাদের। রাজনৈতিক দলগুলোকে অস্থায় নিয়ে কাজ করতে নতুন নির্বাচন কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি