ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নির্বাচন কমিশন গঠনে জাতীয় পার্টির ৫ দফা প্রস্তাব

প্রকাশিত : ১৮:৩২, ২৬ নভেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩২, ২৬ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন গঠনে পাঁচ দফা প্রস্তাব দিয়েছে বর্তমান সংসদের বিরোধী দল জাতীয় পার্টি। সকালে রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা তুলে ধরেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রস্তাবে বলা হয়, সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন করতে হবে। সেখানে নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখার বিধান রাখতে হবে। নির্বাচন বর্তমান সংসদেই এ আইন পাস করার দাবী জানান তিনি। এছাড়া নির্বাচন কমিশনারদের নিরপেক্ষতা, সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়সসহ বিভিন্ন যোগ্যতা নির্ধারনের দাবী জানান এরশাদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি