ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৪, ২৬ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

দুর্নীতির প্রতিবাদে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জিজ্ঞাসাবাদ করেছে পুরিশ। ইসরায়েলি রেডিওর বরাত দিয়ে আনাদুলো নিউজ এজেন্সি জানিয়েছে, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আজ সোমবার তাকে দুই ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

ইসরায়েলি টেলিকম কোম্পানি বেজেক টেলিকমের ওয়েবসাইটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রচারণা চালানো হবে এমন শর্তে বেজেককে অর্থ দিয়েছে নেতানিয়াহু, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে একই মামলায় নেতানিয়াহুর স্ত্রী ও তার সন্তানদেরও জিজ্ঞাসবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

এই মামলায় নেতানিয়াহুকে দ্বিতীয়বারের মতো জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গতমাসে দেশটির পুলিশ নেতানিয়াহুর বিরুদ্ধে এই দুর্নীতির মামলা করতে সংসদকে অনুমতি দেওয়ার দাবি জানায়। ওই সময় তারা বলেন, সংবিধান ও আইন অনুসারে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা করার সম্ভাব্য প্রমাণ তাদের হাতে এই মুহূর্তে নেই। এদিকে মামলা দায়েরের পর থেকে তার বিরুদ্ধে মাঠে নেমেছে ইসরায়েলি জনগণ। তারা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে তেল-আবিবে জড়ো হয়েছেন বলে জানা গেছে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি