ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

নোবিপ্রবি’র দ্বিতীয় সমাবর্তন নভেম্বরে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২০, ১৪ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১২:২২, ১৪ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) দ্বিতীয় সমাবর্তন এর সম্ভাব্য পরিবর্তিত নতুন তারিখ ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০১৮ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত সমাবর্তন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। সভায় নতুন তারিখ ঘোষণা ও এ মর্মে  রাষ্ট্রপতির সচিবালয়ে চিঠি দেওয়ার বিষয়ে সিদ্বান্ত গৃহীত হয়।

যে সব শিক্ষার্থী পূর্বে নিবন্ধন করেননি তারা আগামী ১৭  সেপ্টেম্বর ২০১৮ তারিখ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। নিবন্ধনের যোগ্যতা- যাদের স্নাতক/স্নাতকোত্তর ফল প্রকাশিত হয়েছে। নিবন্ধন ফি স্নাতক (সম্মান) ৩ হাজার ৫০০ টাকা। স্নাতকোত্তর ৩ হাজার ৫০০ টাকা। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ৪ হাজার ৫০০ টাকা। অগ্রণী ব্যাংক লিমিটেড, নোবিপ্রবি শাখার সমাবর্তন নোবিপ্রবি ০২০০০০৫২৭৭৪৮১ নম্বর হিসাব সারা বাংলাশের অগ্রণী ব্যাংকের যে কোনও শাখায় নগদ জমা দিয়ে জমা রশিদের কাউন্টার কপির ফটোকপি নিবন্ধন ফরমের সঙ্গে সংযুক্ত করে ডাক যোগে অথবা ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

নিবন্ধন পদ্ধতি

১. বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের শিক্ষা শাখায় ফরম পূরণের মাধ্যমে।

২. বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট হতে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিয়ে হাতে পূরণ ও ছবি সংযুক্ত করে স্ক্যান কপি জেপিইজি/জেপিজি/পিডিএফ ফরমেটে convocation@nstu.edu.bd ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের বিষয় হবে কনভোকেশন। একই ফরম্যাটে একই ঠিকানায় টাকা জমার রসিদের স্ক্যান কপিও প্রেরণ করতে হবে। উল্লেখ্য, গাউন সংগ্রহের সময় অবশ্যই টাকা জমার ব্যাংক রশিদের মূল কপি জমা দিতে হবে। ইতিপূর্বে যারা সাময়িক সনদপত্র সংগ্রহ করেছেন মূল সনদপত্র সংগ্রহের সময় তাদেরকে অবশ্যই সাময়িক সনদপত্র জমা দিতে হবে।

প্রসঙ্গত, নোবিপ্রবির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠান ২০১৮ সালের মার্চ মাসে হওয়ার কথা ছিল। ইতোমধ্যে রাষ্ট্রপতি সম্মতি নিয়ে তারিখ পরিবর্তন করা হয়। এর সম্ভাব্য পরিবর্তিত নতুন তারিখ ২০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর ২০১৮ নির্ধারণ করা হয়।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি