ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

নড়াইলের যাদবপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১০, ৩১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুদি দোকানি সাঈদ ভূঁইয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সাঈদ ভূঁইয়া যাদবপুর গ্রামের মুজিবর ভূঁইয়ার ছেলে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, কালিয়ার যাদবপুর গ্রামে মুন্সী সমর্থক ও ভূঁইয়া সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সকালে মুন্সী সমর্থকেরা সাঈদ ভূঁইয়াকে তার বাড়ির পাশে কুপিয়ে হত্যা করে।

এ সময় একই পক্ষের রিজ্জাক ভূঁইয়া, হাবিব ভূঁইয়া ও আহাদ ভূঁইয়া আহত হন। এর মধ্যে রিজ্জাকের অবস্থা গুরুতর। তাদেরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় পাঁচটি বাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আর/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি