ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব কঠিন চিবরদান অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৭:৪৭, ২১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

পটিয়ায় অনুষ্ঠিত হল বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান উৎসব কঠিন চিবরদান। পটিয়ার উনাইনপুরা লংকারাম বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব। সকালে ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য শামসুল হক চৌধুরী ড. জ্যোধি পাল ভিক্ষু, সুকুমার বড়–য়াসহ বৌদ্ধ ধর্মীয় নেতারা বক্তব্য দেন। তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। এখানে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করছে। সাম্প্রদায়িক সম্প্রতির এই ধারা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি