ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

পদ্মা অয়েলের সাবেক এমডি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২১ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩৮, ২৩ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরকে অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার সকালে গুলশানের বাসা থেকে আবুল খায়েরকে গ্রেফতার করা হয়।

প্রণব কুমার ভট্টাচার্য বলেন, গত এপ্রিলে চট্টগ্রামের সদরঘাট থানায় করা তিন কোটি আট লাখ ৫২ হাজার বেশি টাকা আত্মসাতের দুটি মামলার আসামি আবুল খায়ের।

দুদকের উপ সহকারী পরিচালক সিরাজুল হক জানান, আবুল খায়ের দুই সপ্তাহ আগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন থেকে অবসরোত্তর ছুটিতে গেছেন। ৩ কোটি ৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

আরকে//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি