ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

প্রকাশিত : ১৩:৩৯, ১০ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৪০, ১০ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

hajjবিশ্বের প্রায় ১৫ লাখেরও বেশী মুসল্লি মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হলো আজ। এর আগে পবিত্র মক্কার মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। কাবা শরীফ থেকে ৯ কিলোমিটার দূরে মিনায় পৌঁছে ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইবাদত-বন্দেগিতে মশগুল থাকবেন তারা।   রোববার ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। সুশৃংখল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজ করার নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। লাখ লাখ মুসল্লির নিরাপত্তায় থাকা নিরাপত্তাকর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি