ঢাকা, রবিবার   ০৩ আগস্ট ২০২৫

পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৫, ৩০ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৪৩, ৩১ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের ২৫ জেলায় আজ থেকে শুরু হয়েছে ন্যাশনাল হাউজহোন্ড ডাটাবেইজ (এনএইচডি) বা পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম। দারিদ্র্য বিমোচনে জনগণের অর্থনৈতিক অবস্থা চিহ্নিত করতে এনএইচডি প্রস্তুতের লক্ষ্যে সরকার দেশের সাড়ে ৩ কোটি পরিবার থেকে তথ্য সংগ্রহ করবে। খবর বাসস

রোববার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোয় (বিবিএস) এ প্রকল্পের আঞ্চলিক কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এনএইচডি’র প্রকল্প পরিচালক শফিউল আলম বলেন, আমরা প্রতিবছর প্রত্যেক পরিবারের অর্থনৈতিক অবস্থা নির্ণয়ের জন্য প্রক্সিমাইন টেস্ট ফর্মুলা (পিএমটিএফ) ব্যবহার করছি। ঠেংগামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) সহযোগিতায় বিবিএস’র অধীন এনএইচডি প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে।

বিবিএস মহাপরিচালক মো. আমির হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরিসংখ্যান ও ইনফরমেটিক্স বিভাগের সচিব এ কে এম মোজাম্মেল হক।

টিএমএসএস’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরিচালক নিগার সুলতানা ও বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মোজাম্মেল হক বলেন, নির্দিষ্ট এক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বলয় প্রকল্পের অধীনে আনতে প্রতিটি পরিবারের অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে তৈরি হবে এনএইচডি অনলাইন ডেটাবেজ। এতে সবধরণের অনিয়ম দূর হবে।

প্রকল্প সূত্র জানায়, এনএইচডি প্রকল্প ২০১৩ সালে শুরু হয়েছে এবং ২০১৮ সাল নাগাদ শেষ হবে। প্রকল্পের আওতায় তিন ধাপে দেশের সাড়ে ৩ কোটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে।

বিবিএস এর মহাপরিচালক আমির হোসেন বলেন, দেশে কোনো পরিবারভিত্তিক ডাটাবেজ না থাকায় আমরা পারিবারিক পর্যায়ে অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করতে পারি না-এতে সরকারের দারিদ্র্য বিমোচন কার্যক্রম ব্যহত হচ্ছে। এনএইচডি’র এই ডাটাবেজ কার্যক্রম সামাজিক নিরাপত্তা বলয়ের অধিক্রমণ চর্চা বন্ধ করবে।

২০১৬ সালের অক্টোবরে প্রকাশিত বিবিএস’র তথ্য অনুযায়ী দেশে হতদরিদ্যের সংখ্যা ১২ দশমিক ৯ শতাংশ এবং সামগ্রিকভাবে দরিদ্রের হার হচ্ছে ১৮ দশমিক ৫ শতাংশ।

এরপর তৃতীয় ধাপে রাজশাহী ও সিলেট বিভাগের তথ্য সংগ্রহ করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি