ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ময়মনসিংহের বেশিরভাগ ইটভাটা

প্রকাশিত : ১০:৪৫, ৮ ডিসেম্বর ২০১৬ | আপডেট: ১০:৪৫, ৮ ডিসেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ময়মনসিংহের বেশিরভাগ ইটভাটা। আবাসিক এলাকায়ও গড়ে ওঠেছে অনেক ইটভাটা। সরকারি নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই এসব ভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, শিগগিরই অবৈধ ভাটা মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইটভাটাগুলোতে অবাধে পুড়ছে গাছ। কালো ধোয়ায় আচ্ছন্ন আশপাশের আকাশ-বাতাস। দূষিত হচ্ছে পরিবেশ। ঝরে পড়ছে আশপাশের গাছের পাতা। অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্করা। আবাসিক এলাকায়ও গড়ে উঠেছে ভাটা। ইটের ব্যবসা লাভজনক হওয়ায় এবং সরকারি নজরদারি না থাকায় প্রতি বছর ফসলি জমি নষ্ট করে বাড়ছে ভাটার সংখ্যা। কয়লার দাম বেশি, তাই কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে বলে জানান শ্রমিকরা। অবৈধভাবে ইট পোড়ানোর কথা স্বীকার করেছেন মালিকদের কেউ কেউ। এদিকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। জেলার ১৩টি উপজেলায় ২৫৭টি ইটভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তর ছাড়পত্র নিয়েছে মাত্র ১৩২টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি