ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

পরীক্ষার সময় কেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষেধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:০৯, ৩০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ (দুইশত) গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার  ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয় ।

এই আদেশ আগামী ১ ফেব্রুয়ারি হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

উল্লেখ্য যে, ২০১৮ সনের এসএসসি,  ভোকেশনাল  ও দাখিল পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি হতে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাকে কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা আয়োজন করা হয়।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি