ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পশুর মাংশ সংরক্ষণের জন্য বেড়েছে ফ্রিজের চাহিদা, কোম্পানিগুলোও দিচ্ছে ছাড়

প্রকাশিত : ১৩:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৩:৩৬, ৫ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

কোরবানীর পশুর মাংশ সংরক্ষণের জন্য বেড়েছে ফ্রিজের চাহিদা। এই সময়ে কোম্পানিগুলোও দিচ্ছে বিভিন্ন ধরণের ছাড়। বিক্রি হচ্ছে অন্যান্য ইলেকট্রনিকস পণ্যও। তবে, ক্রেতারা বলছেন, চাকচিক্যে নয়, গুণগত মান দেখেই পণ্য কিনতে চান তারা। ঈদুল আজহা সামনে রেখে ভিড় বেড়েছে ইলেকট্রনিকস পণ্যের শো-রুমগুলোতে। দেয়া হচ্ছে মূল্যছাড়। কোরবানীর মাংশ সংরক্ষণের জন্য চাহিদা বেড়েছে ফ্রিজের। বিক্রি বাড়াতে ফ্রিজের সঙ্গে অন্য পণ্য উপহার দিচ্ছে কোন কোন প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে নামী দামী ব্র্যান্ডের সাথে প্রতিযোগিতায় এসেছে দেশে তৈরি ইলেকট্রনিকস সামগ্রীও। ক্রেতাদের চাহিদা অনুযায়ি পণ্যের বিক্রি বাড়াতে তৎপর এ’সব কোম্পানির কর্মকর্তারা। কিছু পণ্যে অন্যান্য সুবিধার পাশাপাশি বাড়ানো হয়েছে গ্যারান্টির মেয়াদ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি