ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

পাকিস্তানে স্কুলে আগুন দেওয়া সন্দেহভাজন পুলিশের গুলিতে নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পাকিস্তানের দিয়ামার জেলায় মেয়েদের ১৪টি স্কুলে আগুন দেওয়া সন্দেহভাজন এক ব্যক্তি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। দিয়ামারের ট্যাংগার এলাকায় পুলিশের একটি সার্চ অপারেশনে বন্ধুকযুদ্ধে নিহত হন ঐ সন্দেহভাজন ব্যক্তি। একই ঘটনায় পুলিশের এক কনসটেবলও নিহত এবং অপর একজন আহত হয় বলে দাবি করে পুলিশ।

বিগত দুই দিনে গিলগিত-বালিস্তান প্রদেশের ঐ জেলায় মেয়েদের ১৪টি স্কুল আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার পেছনে প্রধান সন্দেহভাজন হিসেবে শফিক নামের এক ব্যক্তির খোঁজে অভিযান চালায় পুলিশ। ঐ অপারেশনে পুলিশের ১০ থেকে ১২ জনের একটি দলের ওপর কয়েকজন বন্দুকধারী হামলা করে বলে দাবি করে পুলিশ।

দিয়ামার পুলিশের মুখপাত্র মোহাম্মদ ওয়াকিল জানান যে, শনিবারের দিবাগত রাতের পর পরিচালিত ঐ অভিযান শেষ পর্যন্ত বন্দুকযুদ্ধে পরিণত হলে তাতে নিহত হন শফিক। তবে অভিযুক্ত শফিকের বিরুদ্ধে এর আগে কোন অভিযোগ ছিল না পুলিশের কাছে। কোন সন্ত্রাসী কর্মকান্ড বা দলের সাথে শফিকের সম্পৃক্ততাও প্রাথমিকভাবে পায়নি পুলিশ। তবে পুলিশের দাবি, নারী শিক্ষার প্রতি বিদ্বেষ  থেকেই স্কুলগুলো জ্বালিয়ে দেন তিনি।

পুলিশের অভিযানে এখন পর্যন্ত ৩০ জন ব্যক্তিকে এই অগ্নিকান্ডের ঘটনায় জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ।

সূত্রঃ ডন

//এস এইচ এস//      


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি