ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

পায়ুপথে বায়ু দিয়ে হত্যার অভিযোগ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২২:১১, ২ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে অপু নামের এক শ্রমিককে পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু নামে তার এক সহকর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার ভোরে শ্রীপুরের  আনোয়ারা মান্নান টেক্সটাইল মিলস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, শরীরের লেগে থাকা তুলা পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত অপুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় অভিযুক্ত রাজু। আশঙ্কাজনক অবস্থায় অপুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যায় সে। বর্তমানে লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে।

জানা যায়, নিহত অপুর বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখানে। সে আনোয়ারা মান্নান টেক্সটাইলের কাছাকাছি মাস্টারবাড়ি এলাকার সামাদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।

এ ঘটনায় রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। 

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি,তবে একজন আটক রয়েছে।

এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি