ঢাকা, শুক্রবার   ১৬ মে ২০২৫

পাহাড়ে পাহাড়ে পাকা ধান ঘরে তোলার ধুম

প্রকাশিত : ১৮:৫১, ১ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৮:৫৩, ১ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

রাঙামাটিতে পাহাড়ে পাহাড়ে পাকা ধান ঘরে তোলার ধুম পড়েছে। আবহাওয়া অনুকুলে থাকায় ফলন বেশ ভালো হওয়ায় খুশি জুমিয়ারা। তবে পাহাড়ে পতিত জমি কমে যাওয়ায় আগামীতে জুম চাষের পরিমাণ কমতে পারে বলে আশঙ্কা করছেন তারা। পাহাড়ের পাদদেশে আগুনে পুড়িয়ে জমিতে যে চাষ করা হয় তাই জুম চাষ। পাহাড়ি সম্প্রদায়ের জীবিকার উৎস জুমচাষ পাহাড়ীদের ঐতিহ্য। সাধারণত জানুয়ারি-ফেব্র“য়ারি মাসে পাহাড়ের ঢাল পরিস্কার করে মার্চ-এপ্রিল মাসে আগুনে পুড়িয়ে মাটি উপযুক্ত করা হয়। বৃষ্টির আগে সুঁচালো দা দিয়ে গর্ত করে ধানসহ নানা জাতের শাক-সব্জির বীজ বপন করা হয়। আর সেপ্টেম্বর থেকে ফসল তোলেন চাষীরা। আবহাওয়া অনুকূলে থাকায় রাঙামাটিতে এ বছর জুমের ফলন ভাল হওয়ায় খুশি চাষীরা। এদিকে চাষীদের জুম চাষসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ রাঙামাটিতে এ বছর ৬ হাজার ৬শ হেক্টর জমিতে জুম চাষের লক্ষ্য নির্ধারণ করা হয়। প্রতি হেক্টরে ১ দশমিক ২  মেট্রিকটন ফসল উৎপাদিত হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি