পিরোজপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, গাজীপুরে দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী নিহত
প্রকাশিত : ০৯:৫২, ২ নভেম্বর ২০১৬ | আপডেট: ০৯:৫৩, ২ নভেম্বর ২০১৬
পিরোজপুরে স্ত্রী খাদিজাকে শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী হাফিজুর। গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পুলিশ জানায়, গেলো মঙ্গলবার রাত ৯টার দিকে পিরোজপুরের মাছিমপুরের একটি বাসা থেকে খাদিজার মৃতদেহ উদ্ধার করা হয়। খাদিজাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ঘটনার পর থেকেই খাদিজার স্বামী হাফিজুর পালাতক রয়েছে। এদিকে গাজীপুরের জয়দেবপুর বাজারে ইজারার টাকা আদায় নিয়ে গেলো মঙ্গলবার রাতে টুটুল নামে এক ব্যবসায়ীকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। দিনাজপুরে মনিরুল ইসলাম নামে যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আরও পড়ুন