পিলখানা হত্যা মামলায় আপিলের শুনানি ২রা এপ্রিল পর্যন্ত মুলতবি
প্রকাশিত : ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৯:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৭
পিলখানা হত্যা মামলায় একশ’ ৫২ আসামির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি ২রা এপ্রিল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট।
রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ৩৫৯ তম দিনের শুনানির এই পর্যায়ে আইনি যুক্তি উপস্থাপন চলছে। অ্যাটর্নি জেনারেল অন্য মামলায় নিয়োজিত থাকায় রাষ্ট্রপক্ষের এক মাসের সময় আবেদন মঞ্জুর করে আগামী ২রা এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করে আদালত। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহ মামলায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহতের ঘটনায় ২০১৩ সালে নিম্ন আদালতে ১৫২ জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিলের ওপর ২০১৫ সালের জানুয়ারিতে শুনানি শুরু হয়।
আরও পড়ুন