ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পুরাতন কেন্দ্রীয় কারাগারে ২ নভেম্বর থেকে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত : ১৮:৫১, ২৮ অক্টোবর ২০১৬ | আপডেট: ১৯:০৩, ২৮ অক্টোবর ২০১৬

Ekushey Television Ltd.

জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ২ নভেম্বর থেকে শুরু হবে ৫ দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, ২২৮ বছরের পুরনো এ কারাগারে মাত্র ১শ’ টাকার টিকিটের বিনিময়ে সংগ্রামী জীবনগাঁথা' নামে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী হবে। ১ নভেম্বর বিকেল চারটায় এ প্রদর্শনীর উদ্বোধন করা হবে। ২-৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত জনসাধারনের জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের মতো টাকার বিনিময়ে কারাগারে থাকার জন্য ‘ফিল দ্য প্রিজন’ করার কথা ভাবছে কারা কর্তৃৃপক্ষ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি