ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

পুলিশের সাঁড়াশি অভিযানের ৪র্থ দিনে আটক ২শতাধিক

প্রকাশিত : ১১:৪৪, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১১:৪৪, ১৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

জঙ্গি ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযানের চতুর্থ দিনে দেশের বিভিন্ন স্থান থেকে দুই শতাধিক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। অভিযানের চতুর্থ দিনে রংপুরে ৮৬ জনকে আটক করা হয়। এছাড়া ঝিনাইদহে আটক করা হয় ৩৩ জনকে। সাভারে ১১ জন, আশুলিয়ায় ১০ ও ধামরাইয়ে ৩ জনকে আটক করে পুলিশ। এছাড়া রাজশাহী, পাবনা ও ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে আরো প্রায় শতাধিক ব্যাক্তিকে আটক করা হয়েছে। এনিয়ে চারদিনে জেএমবি ও অন্যান্য জঙ্গী সংগঠনের সদস্যসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। সপ্তাহব্যাপি পুলিশের এ অভিযান চলবে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি