ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

পূর্বাচল আমেরিকান সিটিতে বুকিংয়ে মিলবে বিদেশ ভ্রমণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩১, ২১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৫:৪৪, ২১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘রিহ্যাব ফেয়ার ২০১৭’তে প্লট বুকিং দিলেই সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ব্যাংককে রিটার্ন টিকেটসহ ৩ দিন ২ রাত থাকার সুবর্ণ সুযোগ দিচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি। আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পাঁচদিনব্যাপী রিহ্যাব ফেয়ারে এই অফার ঘোষণা করেছে পূর্বাচল আমেরিকান সিটি। তাদের স্টল নং কো স্পন্সর ০৯।

ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র ১৫ মিনিটের দূরত্বে অবস্থিত পূর্বাচল আমেরিকান সিটি। এখানে বাউন্ডারী ওয়ালসহ আবাসিক, কমার্সিয়াল,  হাসপাতাল, কলেজ বিশ্ববিদ্যালয়ের জন্য রেডি প্লটে বুকিং দিলেই ২৫ শতাংশ পর্যন্ত এককালিন মুল্য ছাড়।

পূর্বাচল আমেরিকান সিটির সহকারী মার্কেটিং অফিসার মোফাজ্জল হোসেন জানান, মেলা উপলক্ষে রেডি প্লটে এককালিক মূল্য পরিশোধে ২৫ শতাংশ ছাড় থাকছে ক্রেতাদের জন্য। এছাড়া কাঠাপ্রতি সর্বনিম্ন ৭৪১৬ টাকার কিস্তিতে প্লট নিতে পারবেন গ্রাহকরা। এসব প্লটগুলো ইতোমধ্যে গ্রাহক পর্যায়ে সাড়া ফেলেছে।

 

 

আর/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি