পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে এখনো নিখোঁজ কয়েকজন
প্রকাশিত : ১৪:৩৫, ৪ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৫৭, ৪ জুলাই ২০১৭

গাজীপুরে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে কয়েকজন। এরই মধ্যে নয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত হয়েছে অর্ধাশতাধিক। আহতরা জানায়, আগেও কয়েকবার বয়লারটিতে যান্ত্রিক ত্র“টি দেখা দেয়। ঘটনায় ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের নয়াপাড়ার মাল্টি ফ্যাবস পোশাক কারখানার নিচতলায় হঠাৎই বয়লারের বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে আশপাশের এলাকা। দুমড়ে মুচড়ে যায় ভবনের একাংশ।
ধ্বংসস্তুপ থেকে ৮ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের ঢাকা মেডিকেল কলেজসহ স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় আরো এক শ্রমিকের মৃত্যু হয়।
সিংক : মো. আখতারুজ্জামান, উপ পরিচালক, ফায়ার সার্ভিস, গাজীপুর
অসহ্য যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহতরা। তারা বলেন, বিস্ফোরণের আগে বেশ কয়েকবার যান্ত্রিক ত্রুটির কবলে পরে বয়লায়টি।
বিস্ফোরনের পর থেকে বয়লার ইনচার্য, অপারেটরসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের।
বয়লার বিস্ফোরনের ঘটনার তদন্তে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন।
আরও পড়ুন