ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

প্যারাডাইজ গ্রুপ-ব্র্যাক ব্যাংক চুক্তি সই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৩, ১৭ নভেম্বর ২০১৭ | আপডেট: ২১:১০, ১৭ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

প্যারাডাইজ গ্রুপের সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং সার্ভিস চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড এই চুক্তি অনুসারে, ব্র্যাক ব্যাংক, প্যারাডাইজ গ্রুপ এর কর্মকর্তাদের বেতন প্রদান সেবা এবং রিটেইল ব্যাংকিং সুবিধা, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, হোম লোন, কার লোনসহ বিভিন্ন সুবিধা প্রদান করবে  

প্যারাডাইজ গ্রুপের পরিচালক মোহাম্মদ ফারহান মোশাররফ এবং ব্র্যাক ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বৃহস্পতিবার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের রিটেইল সেলস বিভাগের প্রধান কায়সার হামিদ, ক্যাশ ম্যানেজমেন্ট ও কাস্টোডিয়াল সার্ভিসেস এর প্রধান মো. সিকান্দার ই আজম, এডিসি’র প্রধান ইমতিয়াজ আহমেদ ও উত্তরা কর্পোরেট ব্র্যাঞ্চের প্রধান ফারদিনা হাফিজ এবং প্যারাডাইজ গ্রুপের সিএফও নন্দন চন্দ্র দে, এফসিএমএ ও মহাব্যবস্থাপক, ব্র্যান্ড ও মিডিয়া সাদমান সালাউদ্দীনসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি