ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

প্রতিকূল আবহাওয়ায় ঈদের বেচাকেনায় ভাটা বন্দর নগরী চট্টগ্রামে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৮:১৮, ২০ জুন ২০১৭

Ekushey Television Ltd.

টানা বর্ষণ আর প্রতিকূল আবহাওয়ার কারণে ঈদের বেচাকেনায় ভাটা পড়েছে বন্দর নগরী চট্টগ্রামে। গভীর রাত অব্দি বিপনী-বিতান, শপিংমলগুলো খেলা থাকলেও ক্রেতার সংখ্যা কম। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা। 

পনেরো রোজার পর থেকে প্রতিবছর নগরীর মার্কেটগুলো থাকতো সরগরম। কিন্তু এবারের চিত্র তার উল্টো। অভিজাত শপিংমল মিমি সুপার মার্কেট, সেন্ট্রার প্লাজা, সানমার ওশান সিটিসহ বিভিন্ন মার্কেট এখনো প্রায় ক্রেতাশূণ্য।
ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে এবার শুরু থেকেই ক্রেতার উপস্থিতি কম । শুধুমাত্র নগরীর ব্যস্ততম মার্কেট সেন্ট্রাল প্লুাজাতেই গত একমাসে আর্থিক ক্ষতির পরিমান ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবী করেছেন ব্যবসায়ী সমিতির সভাপতি।

একই অবস্থা অন্যান্য মার্কেটগুলোতেও। বেচাকেনা কম হওয়ায় হতাশ ব্যবসায়ীরা।
তবে রোজার শেষ দিকে এসে প্রসাধনী ও জুয়েলারির দোকানগুলে তে ভীড় কিছুটা বেড়েছে।
প্রশাসনের নিয়মিত নজরদারির কারণে এবার দরদাম সহনশীল বলে জানান ক্রেতারা।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি