ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্রথমবারের মতো রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেন মমতা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করলেন। সোনিয়া গান্ধীও ওই বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

ওই বৈঠকের বিষয়ে মমতা বলেন, আমরা সবাই রাজা! সবাই সবার জন্য। সংসদের ভেতরে যদি সমস্ত বিরোধী দল এক হয়ে লড়তে পারে, তাহলে বাইরেই বা পারবে না কেন? সবাই মিলে কীভাবে একসঙ্গে লড়াই করা যায় তা নিয়ে আমাদের কথা হয়েছে।  

কংগ্রেস সূত্র জানায়, রাজনৈতিক আলোচনা দলীয় সভাপতির সঙ্গেই করতে হবে, সেই ইঙ্গিত দেয়া হয়েছিল মমতাকে। এ বিষয়ে জোর দিয়েছিলেন সোনিয়া গান্ধীও।

এদিকে তৃণমূল সূত্র জানায়, সোনিয়ার সঙ্গেই দেখা করেছেন মমতা। সেখানে রাহুল উপস্থিত ছিলেন।

মমতা বলেছেন, আমি সোনিয়াজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। রাহুলও ছিলেন। সোনিয়াজির সঙ্গে আমার সম্পর্ক খুবই পুরনো।

প্রসঙ্গত, তিনদিনের দিল্লি সফরে গিয়ে একের পর এক শীর্ষ নেতার সঙ্গে দেখা করছেন মমতা।

সূত্র: আনন্দবাজার

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি