ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে গণভবনে যাচ্ছেন ডাকসুতে বিজয়ীরা

প্রকাশিত : ০০:০২, ১৫ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ডাকসু নবনির্বাচিত ভিপি নুরুল হকসহ ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ গণভবনে যাচ্ছেন শনিবার।

শনিবার তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গণভবনে যাবেন বলে ইটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন ডাকসুর ভিপি নুরুল হক নুর।

তিনি বলেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর মাধ্যমে আমাদেরকে চায়ের দাওয়াত দিয়েছেন। তিনি আমাকে ফোনে দাওয়াতের বিষয়টি জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর দৈনন্দিন কর্ম তালিকায় থেকে পাওয়া তথ্য অনুযায়ী আগামী শনিবার বিকেল ৪ টায় গণভবনে নির্বাচিত ছাত্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

দীর্ঘ ২৮ বছর পর গত সোমবার ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্রলীগ ছাড়া আর প্রায় সকল সংগঠনের প্রার্থীরা এই নির্বাচন প্রত্যাখ্যান করে পুনঃনির্বাচনের দাবিতে আন্দোলন করছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নির্বাচনকে ‘সুষ্ঠু’ দাবি করে ছাত্র সংগঠনগুলোর দাবি নাকচ করে দিয়েছেন। নির্বাচনে ডাকসুর ভিপিসহ দুটি পদ ছাড়া অন্য সব পদে জয় পেয়েছে সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি