ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

প্রধানমন্ত্রী গ্লোবাল ওমেন লিডারস ফোরামে অংশ নিতে যাচ্ছেন

প্রকাশিত : ১২:৫৫, ১৫ মে ২০১৬ | আপডেট: ১২:৫৫, ১৫ মে ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লোবাল ওমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়ার যাওয়ার পথে  লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রীকে মন্ত্রীপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট রোববার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌছার কথা রয়েছে। সেখান থেকে প্রধানমন্ত্রীকে বর্নাঢ্য শোভাযাত্রায় নিয়ে যাওয়া হবে সেন্ট জেমস কোর্ট তাজ হোটেলে। প্রধানমন্ত্রী বুধবার ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে বুলগেরিয়ার রাজধানী সোফিয়া নগরীতে যাবেন। ঐদিন গ্লোবাল ওমান লিডারস ফোরামের প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। বুলগেরিয়ার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক, কয়েকটি সেমিনার অংশগ্রহণ ছাড়াও এ সফরে দুদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুক্রবার কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি