ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

‘প্রধানমন্ত্রী হওয়ার লোভে আরএসএসের সভায় গিয়েছিলেন প্রণব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৮, ১১ জুন ২০১৮ | আপডেট: ১৪:৩৯, ১১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

গত ৭ জুন নাগপুরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থার (আরএসএস) সমাবর্তনে বক্তব্য দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তবে তার অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল বিতর্ক। উদারপন্থী রাজনীতিবিদ কেন আরএসএসের মতো উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের আমন্ত্রণে সারা দিলেন তা নিয়ে বিতর্ক কম হয় নি।

সেই বিতর্কের আগুনে ঘি ঢালল শিবসেনা। নরেন্দ্র মোদী বা রাহুল গান্ধী নন, আগামী লোকসভা নির্বাচনের পর প্রধানমন্ত্রী হতে পারেন প্রণব মুখোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতির আরএসএসের সদর দফতর যাওয়ার কারণ এভাবেই ব্যাখ্যা করল শিবসেনা।

শিবসেনার দাবি, আসন্ন লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছতে না-পারলে সরকার গঠনের জন্য অন্যান্য দলের সাহায্য দরকার হবে। সেক্ষেত্রে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিতে বেঁকে বসতে পারে দলগুলি। তখন প্রস্তাব করা হবে প্রণব মুখার্জির নাম।

শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউতের দাবি, ২০১৯-এর নির্বাচনে অন্তত ১১০টি আসন হারাতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে সরকার গঠনে অন্যান্য দলের সাহায্য নিতেই হবে বিজেপিকে।

দীর্ঘদিনের কংগ্রেসি ও নেহেরু-গান্ধী পরিবারের আস্থাভাজন প্রণববাবুর এহেন সিদ্ধান্তের সমালোচনা করেন তাঁর কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও। যদিও প্রণব মুখোপাধ্যায় এই অনুষ্ঠানে যাওয়া নিয়ে কখনও আফশোস করেননি।

সূত্র : জিনিউজ।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি