ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

প্রধান তথ্য কমিশনার হলেন আবদুল মালেক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৮, ২২ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

ড. আবদুল মালেককে প্রধান তথ্য কমিশনার (সিআইসি) হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তথ্য অধিকার আইন, ২০০৯ এর ১৫(১) ধারা অনুযায়ী এই নিয়োগ দেন। 

মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব ড. ভেনেসা রড্রিক্স স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

এর আগে ২০২০ সালের ৩০ জানুয়ারি তথ্য কমিশনার হন আবদুল মালেক।

আবদুল মালেক তথ্য সচিব হিসেবে ২০১৯ সালের ৩০ ডিসেম্বর অবসর গ্রহণ করেন। তিনি স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব-১ ছিলেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি