ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

প্রবাসীরা রেমিটেন্সে পাবেন ২ শতাংশ প্রণোদনা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪২, ২৯ জুলাই ২০১৯ | আপডেট: ১৭:৪৫, ২৯ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে ২ শতাংশ প্রণোদনা দেয়া হবে জানিয়ে মুস্তফা কামাল বলেন, প্রবাসীদের পাঠানো অর্থের ওপর ২ শতাংশ প্রণোদনা দেয়ার ক্ষেত্রে সরকার এখনও প্রস্তুতি শেষ করতে পারেনি। তবে ১ জুলাই থেকে প্রবাসীরা যারা টাকা পাঠাচ্ছেন তাদের ২ শতাংশ হারে অর্থ সহায়তা দেয়া হবে।

আজ সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী জানান, শিগগিরই এ ব্যাপারে এনবিআর প্রজ্ঞাপন জারি করবে।  তবে বাংলাদেশ ব্যাংক এর সিস্টেম বিকশিত করতে দুই তিন মাস সময় প্রয়োজন হবে।

চলতি অর্থবছরের বাজেট ঘোষণার সময় মন্ত্রী সব ধরনের সঞ্চয়পত্রের উৎসে কর ১০ শতাংশ কাটা হবে বলে জানিয়েছিলেন। কিন্তু এটি কার্যকরের ২৯ দিনের মাথায় সংশোধন করা হলো।

 সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, এখনও কেউ বঞ্চিত হবেন না। পারিবারিক  সঞ্চয় পত্রে  ৫ লাখ টাকা পর্যন্ত শতকরা ৫ ভাগ হারে ট্যাক্স কাটা হবে। আর, এর উপরে এই করের হার শতকরা ১০ ভাগ। টাকার অপব্যবহার ঠেকাতে  এ সুবিধা বলে জানান অর্থমন্ত্রী।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি