ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খানের প্রতি শেষ শ্রদ্ধা

প্রকাশিত : ১৪:২৯, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৪:২৯, ১৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খানের প্রতি শেষ শ্রদ্ধা জানালেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে তার মরদেহ রাখা হয়। এ সময় সাদেক খানের আত্মার মাগফেরাত কামনা করা হয়। বাদ জোহর রাজধানীর বনানী করস্থানে দাফন করা হয় তাকে। একাধারে সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক। জীবদ্দশায় এমনই বহু গুনের ছিলেন সাদেক খান। জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে তাঁর মরদেহ নিয়ে আসা হলে গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ছুটে আসেন সেখানে। সবাই তার কর্মজীবনের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, সাদেক খানের মৃত্যুতে জাতি একটি প্রতিভাকে হারালো। সকাল পৌনে ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে প্রথম নামাজে জানাজা হয়। ষাটের দশকে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার বিচারপতি আব্দুল জাব্বার খানের ৬ সন্তানের জেষ্ঠ ছিলেন সাদেক খান। ওবায়দুল্লাহ খান, এনায়তুল্লাহ খান, রাশেদ খান মেনন, সেলিমা রহমানসহ তার অন্য সব ভাই-বোন স্বনামে পরিচিত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি