ঢাকা, বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬

প্রাথমিকে ২৮ জুন, মাধ্যমিকে ৩ জুলাই থেকে ছুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫০, ২৫ জুন ২০২২ | আপডেট: ১৯:১৬, ২৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

গ্রীষ্মকালীন, ঈদুল আজহা ও আষাঢ়ি পূর্ণিমা উপলক্ষে প্রাথমিকে ২৮ জুন থেকে ১৬ জুলাই এবং মাধ্যমিকে ৩ জুলাই থেকে ১৯ জুলাই সরাসরি পাঠদান বন্ধ থাকবে।

শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশে একথা বলা হয়।

মাধ্যমিক বিদ্যালয়ে গ্রীষ্মকালীন ও ঈদুল আযহা উপলক্ষে আগেই এ ছুটি পূর্বনির্ধারিত ছিল। অপরদিকে প্রাথমিক বিদ্যালয়ে ছুটির তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬ থেকে ২৩ মে পর্যন্ত নির্ধারিত ছিল। 

শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি দেওয়ার সুবিধায় পূর্ব নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি পরিবর্তন করে ২৮ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি