ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

প্রিমিয়ার ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হলেন আব্দুল হাই 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৭, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

প্রিমিয়ার ব্যাংক মো.আব্দুল হাইকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে নিয়োগ দিয়েছে। একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে তার রয়েছে দীর্ঘ ৩৯ বছরে এখাতে কাজ করার পেশাগত অভিজ্ঞতা।

তিনি জনতা ব্যাংকে অফিসার ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি দেশ-বিদেশে ব্যাংকিং-বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও সভা-সেমিনারে অংশগ্রহণ করেন।

এ বিষয়ে ব্যাংকের এমডি ও সিইও এম রিয়াজুল করিম জানান, আব্দুল হাই তার পূর্ব অভিজ্ঞতাকে কাজে প্রয়োগ করে নতুনভাবে অর্পিত এই দায়িত্ব নিপুণভাবে পালন করবেন এবং ব্যাংকের উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখবেন বলে আশা প্রকাশ করেন।

কেআই/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি