ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

প্লাস্টিক কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপনে সরকার কোন প্রকার ছাড় দেবে না: শিল্পমন্ত্রী

প্রকাশিত : ১৭:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৩২, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

প্লাস্টিক কারখানায় বর্জ্য শোধনাগার স্থাপনে সরকার কোন প্রকার ছাড় দেবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ রাজধানীর বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে ১২ আর্ন্তজাতিক প্লাস্টিক মেলা ২০১৭ উদ্ধোধনকালে এসব কথা বলেন। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন বিপিজিএমইএ এই মেলার আয়োজন করে। শিল্পমন্ত্রী বলেন, এ শিল্পের বিকাশে মুন্সীগঞ্জে ১৩৩ কোটি টাকা ব্যয়ে ৩৬০ টি প্লাস্টিক শিল্প স্থাপন করা হবে। মেলা উদ্ধোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী এসময় তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বিপিজিএমইএ’র সভাপতি জসিম উদ্দিনসহ দেশী বিদেশী ব্যবসায়ীবৃন্দ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি