ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফটো সাংবাদিক রেহানা আক্তার আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৩৬, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

ফটো সাংবাদিক রেহানা আক্তার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নিজ বাসায় তিনি না ফেরার দেশে চলে যান (ইন্নালিল্লাহি ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর।

রেহানা দীর্ঘ দিন ধরে কোলন ক্যান্সারে ভুগছিলেন। গত ২০ জুন তার দ্বিতীয় কেমোথেরাপি দেয়া হয়। দ্বিতীয় কেমোথেরাপির ৯দিন পর সোমবার সন্ধ্যায় তিনি পৃথিবী থেকে বিদায় নিলেন। গত কয়েক দিন থেকেই তার স্বাস্থ্যের অবনতি হতে থাকে।
  
রেহানা আক্তার দুই কন্যা সন্তানের জননী ছিলেন। তার বড় মেয়ে রাবিয়া (১৩) ৮ম শ্রেণীতে অধ্যয়নরত, ছোট মেয়ে রাবিবার বয়স আড়াই বছর।

রেহানার বড় ভাই ফটোসাংবাদিক ফোজিত শেখ বাবু জানান, সোমবার রাতে ডেমরার টংপাড়া কবরস্থানে বাবার কবরের পাশে রেহানাকে দাফন করা হয়। 

রেহানা সর্বশেষ দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। এর আগে পাক্ষিক অন্যান্য, বাংলা নিউজ টুয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন সংবাদমাধ্যমে দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করেন। তিনি বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর একজন সদস্য ছিলেন। সংগঠনটি তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি