ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫

ফতুল্লায় পোলাক পেইন্টকে আর্থিক জরিমানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৪, ৬ মার্চ ২০২১ | আপডেট: ১৮:১৭, ৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রং তৈরির কারখানাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৬ মার্চ) দুপুরে কুতুবপুরে অবস্থিত পোলাক পেইন্ট এন্ড কেমিক্যাল কোম্পানীকে এই জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্বে দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। অভিযানে ক্যাব এর প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মো. সেলিমুজ্জামান জানান,বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে কুতুবপুর এলাকায় আবস্থিত পোলাক পেইন্ট এন্ড কেমিক্যাল কোং কে বিএসটিআই এর অনুমোদন ছাড়া, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া, এবং পরীক্ষাগার ও ক্যামিস্ট ছাড়া রং তৈরীর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০  হাজার মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। 

একই সাথে ফতুল্লার রঘুনাথপুরে মেসার্স সুপার এনার্জি সল্ট ইন্ডাস্ট্রিজকে সাময়িকভাবে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার নোটিশ প্রদান করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি