ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

ফিলিপাইনে গুপ্তঘাতকের গুলিতে মেয়র নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ২ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিপাইনের তানাউয়ান সিটির বিতর্কিত মেয়র অ্যান্থনিও হালিলি গুপ্তঘাতকের গুলিতে নিহত হয়েছেন। দেশটিতে মাদকের বিরুদ্ধে বিতর্কিত অভিযানকালে শতশত মানুষকে গ্রেফতারের অভিযোগ আছে তার বিরুদ্ধে। সোমবার সকালে তানাউয়ান সিটিতে পতাকা উত্তোলনকালে তাকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ সুপারিনটেনডেন্ট রেনাতো মার্চাডো সিএনএনকে বলেন, অজ্ঞাত আততায়ীর একমাত্র গুলিটি মেয়র আন্তোনিও হালিলির বুকে বিদ্ধ হয়। এ ছাড়া মাদকসংক্রান্ত অপরাধে আটক ব্যক্তিদের জনসমক্ষে হাঁটিয়ে মেয়র হালিলি কুখ্যাতি অর্জন করেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, হালিলি তানাউয়ান সিটির একটি অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের সঙ্গে পতাকা উত্তোলন অনুষ্ঠানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন। ওই মুহূর্তে এক দুর্বৃত্তের গুলি এসে লাগে হালিলির বুকে। এতেই মাঠিতে লুটিয়ে পড়েন হালিলি। এ হত্যাকাণ্ডের জন্য পুলিশ এখনো কাউকে খুঁজছে না বা এর মোটিভ তাদের জানা নেই। তবে সন্দেহভাজনদের জনসমক্ষে হাঁটিয়ে হিলালির পরিচিতি লাভ করেছিলেন।

সূত্র: সিএনএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি