ঢাকা, রবিবার   ২০ জুলাই ২০২৫

‘ফিলিস্তিনিরা ইসরাইলি মন্ত্রিসভায় কাঁপন ধরিয়ে দিয়েছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ১৮ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীরা ইহুদিবাদী ইসরাইলের মন্ত্রিসভায় কাঁপন ধরিয়ে দিয়েছে। শনিবার কোমের জামকারান মসজিদে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেয়েনীর উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া সাফাভি এ মন্তব্য করেন।

এর প্রমাণ হিসেবে তিনি বলেন, ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলার পরই তাদের দুই জন মন্ত্রী পদত্যাগ করেছেন।

ইয়াহিয়া সাফাভি বলেন, ইসরাইল এখন প্রতিরোধ সংগ্রামীদেরকে এতটাই ভয় পায় যে, তারা সীমান্তে কংক্রিটের দেওয়াল নির্মাণ করেছে।

হিজবুল্লাহর ভয়ে ইহুদিবাদীরা লেবানন সীমান্তে সাত মিটার উঁচু কংক্রিটের দেওয়ার তৈরি করেছে। ওই দেওয়ালের ওপর আবার চার মিটার উঁচু কাঁটাতার বসিয়েছে।

সাম্রাজ্যবাদীদের অপরাধের কারণে ফিলিস্তিনসহ বিভিন্ন জাতি স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রামে নেমেছে বলে তিনি জানান।

সর্বোচ্চ নেতার উপদেষ্টা ইয়েমেন পরিস্থিতি প্রসঙ্গে বলেন, ইয়েমেন যুদ্ধে সৌদি আরব পরাজিত হয়েছে, কিন্তু এ পরাজয়ের কথা স্বীকার করার মতো সৎ সাহস তাদের নেই। ইয়েমেনিরা সৌদি আরবের মোকাবেলায় এভাবে বিজয় লাভ করবে তা কেউ কখনো চিন্তা করে নি বলে তিনি জানান।

তথ্যসূত্র : পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি