ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ফের একেপির চেয়ারম্যান হলেন এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫১, ১৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান আবারও দেশটির ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত একে পার্টির কংগ্রেসে এরদোগানকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এর আগে দলের গঠণতন্ত্রে কিছু পরিবর্তন আনা হয়। প্রেসিডেন্টকে নির্বাহী ক্ষমতা দেওয়া দেশটির ক্ষমতাসীন পার্টি সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ পরিবর্তন এনেছে। নতুন নিয়মন অনুযায়ী প্রেসিডেন্সিয়াল কেবিনেটের সদস্যরা দলের সেন্ট্রাল এক্সিকিউটিভ অ্যান্ড ডিসিশন বোর্ডের সদস্য হতে পারবেন।

একে পার্টির মুখপাত্র মাহির উনালের বরাত দিয়ে ইয়ানি শাফাকের খবরে বলা হয়েছে, নতুন নির্বাচনে কমপক্ষে অর্ধেক সদস্য পরিবর্তন হয়ে যাবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি