ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

ফের বাবা হচ্ছেন মেসি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৬, ২৬ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:৪৮, ২৬ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

ফুটবল মাঠে পর্তুগাল ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন লিজেন্ড লিওনেল মেসির মধ্যে লড়াই দৃশ্যমান। মাঠের এ লড়াই বাইরেও চলে এসেছে। রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় তিন সন্তানের জনক। তার বান্ধবী জর্জিনা রদ্রিদেজ এখন অন্তঃসত্ত্বা। কয়েক মাসের মধ্যে চতুর্থ সন্তানের বাবা হবেন তিনি। অন্যদিকে বার্সেলোনার স্ট্রাইকার লিওনেল মেসি এরইমধ্যে দুই সন্তানের বাবা। বড় ছেলে থিয়াগোর বয়স ৪ ও আর ছোট ছেলে মাতেওর বয়স ১ বছর। এরই মধ্যে মেসি-রোকুজ্জো দম্পতি আরেক সন্তানের সুসংবাদ পেয়েছেন বলে জানালো স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’।


লিওনেল মেসি ও আন্তোনেল্লা রোকুজ্জো দীর্ঘদিন একইসঙ্গে আছেন। কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এ বছর জুনে। বিয়ের পর হানিমুন সেরেছেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডায়। হানিমুন থেকে ফেরার পর তারা নতুন অতিথির খবর পান বলে জানিয়েছে ‘এএস’। তবে তাদের তৃতীয় সন্তান পুত্র নাকি মেয়ে তা এখনো জানা যায়নি। তাদের এই সন্তানের খবর মিডিয়ায় আসে বৃহস্পতিবার।


সেদিন লিওনেল মেসি ছিলেন ইউয়েফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে মোনাকোতে। মেসিকে সেখান থেকে এবার খালি হাতে ফিরতে হয়েছে। তাকে হারিয়ে এবারও এই পুরস্কার জিতে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসি ইউরোপ-সেরা পুরস্কার জিতেছেন দুইবার। আর রোনালদো এই নিয়ে জিতলেন তিনবার।   

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি