ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

ফের মার্কিন সেলেব্রিটির আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৯ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মার্কিন টেলিভিশন ব্যক্তিত্ব ও জনপ্রিয় পাচক অ্যান্থনিও বারডেইনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ফ্রান্সের একটি হোটেল কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, অ্যান্থনিও আত্মহত্যা করেছেন।

সিএনএন গত শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমরা খুব দুঃখের সঙ্গে আমাদের সহকর্মী ও বন্ধু অ্যান্থনিও বারডেইনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করছি। রারডেইন দেশটিতে খাদ্য সামগ্রী বিক্রিতে খুবই জনপ্রিয় মুখ। এ ছাড়া তিনি ফিকশানধর্মী লেখালেখির জন্যও বিখ্যাত ছিলেন।

ফ্রান্সের আলসেক অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন,লে চ্যাম্বারড লাক্সারি হোটেলের একটি কক্ষে তার মৃতদেহ পাওয়া গেছে। তবে সেখানে কোনো ধরণের খুনের আলামত পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। এর মাত্র কয়েকদিন আগে ৫৫ বছর বয়সী মার্কিন ফ্যাশন ডিজাইনার ক্যাট স্পেডও আত্মহত্যা করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৯৯৯ সালের তুলনায় দেশটিতে আত্মহত্যার বেড়েছে ৩০ শতাংশ। ২০১৬ সালে দেশটিতে অন্তত ৪৫ হাজার মার্কিন নাগরিক আত্মহত্যা করেছেন।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি