ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ফোর্বসের ১০০ জন ধনীর তালিকায় একমাত্র ভারতীয় বিরাট 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৮, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

ব্যাটিংয়ে তিনি বিশ্বের অনেক ক্রিকেটারদের পেছনে ফেলেছেন। এবার অর্থের অঙ্কেও গোটা দেশের অ্যাথলেটদের টপকে গেলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।   

সদ্য প্রকাশিত ফোর্বসের প্রথম ১০০ জন ধনী ব্যক্তির তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে রয়েছেন বিরাট কোহলি। এ তালিকার শীর্ষে রয়েছেন মার্কিনি চ্যাম্পিয়ন বক্সার ফ্লয়েড মেওয়েদার।

উল্লেখযোগ্যভাবে, অর্থের নিরিখে গোটা বিশ্বের অ্যাথলিটদের মধ্যে অনেকটাই পিছিয়ে ভারতীয়রা। সেখানে প্রথম একশোয় ৮৩ নম্বরে ঠাঁই পেয়েছেন ক্যাপ্টেন কোহলি। তাঁর আয় ২৪ মিলিয়ন ডলার। শুধু তাই নয়,  আশ্চর্যজনকভাবে প্রথম একশোয় নেই কোনও মহিলা অ্যাথলিটও।  

ফোর্বস জানাচ্ছে, বিরাট কোহলির টুইটার ফলোয়ারের সংখ্যা ২৫ মিলিয়ন ছাড়িয়েছে। আর এই জনপ্রিয়তাই আয় বাড়িয়েছে কোহলির। চলতি বছর বিশ্বের সর্বোচ্চ ধনী অ্যাথলিটদের তালিকায় ৮৩ নম্বরে রয়েছেন ২৯ বছরের ভারতীয় এ ব্যাটসম্যান। ২৮৫ মিলিয়ন অর্থের মালিক হয়ে তালিকার এক নম্বরে ৪১ বছরের মেওয়েদার। গত সাত বছরে এই নিয়ে চতুর্থবার শীর্ষে তিনি।  

চলতি বছরই ক্রিকেটারদের বেতন কাঠামোয় পরিবর্তন এনেছে বিসিসিআই। ক্রিকেটারদের জন্য নতুন A+ ক্যাটাগরি তৈরি হয়েছে। যার জন্য ক্রিকেট থেকে বিরাটের আয় এক মিলিয়ন ডলার টপকে গিয়েছে। এছাড়া বিভিন্ন নামী-দামি ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে মোটা অঙ্কের টাকা আয় তাঁর।  

কেআই/এসি 

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি