ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

ফ্যাসিস্ট সরকারের আমলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে সিআরইউ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২ জুলাই ২০২৫ | আপডেট: ২০:১৩, ২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও সঠিক সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

বুধবার (০২ জুলাই) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ফল উৎসবে এসব কথা বলেন তিনি। 

নজরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সত্য ও নীতিগতভাবে যেটা প্রচার করা উচিত সেটায় আপনারা প্রচার করেছেন। প্রমাণ করেছেন, দমন-পীড়নের মধ্যেও সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে। যেখানে অনেকেই ভয় পায়, সেখানেই আপনারা আলো জ্বালানোর সাহস দেখিয়েছেন। 

সিআরইউ সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মামুন খান, সহসভাপতি এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রকি আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য খাদেমুল ইসলাম ও তসলিম হোসেন রনি প্রমুখ।

#সিআরইউ #সাংবাদিকতা #সত্যেরপক্ষে #ফ্যাসিবাদবিরোধীমিডিয়া #কোর্টরিপোর্টার #মুক্তসাংবাদিকতা


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি