ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ফ্রান্সের ফুটবলার ভিয়েরার জন্মদিন আজ

প্রকাশিত : ১৬:৫৭, ২৩ জুন ২০১৬ | আপডেট: ১৬:৫৭, ২৩ জুন ২০১৬

Ekushey Television Ltd.

প্যাট্রিক ভিয়েরা ফ্রান্সের সাবেক ফুটবলার। বর্তমানে নিউ ইয়র্ক সিটির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ১৯৭৬ সালে আজকের এই দিনে ফ্রান্সে জন্মগ্রহন করেন তিনি। দর্শক ও সহকর্মীদের কাছে প্যাট্রিক ভিয়েরা নামইে বেশি পরিচিত এই খ্যাতিমান ফুটবলার। খুব কম সময়ে ফুটবলে নিজের দক্ষতার প্রমাণ দিয়ে জয় করেছেন লাক্ষো দর্শকের মন। আর অল্প সময়ে সফলতাও পেয়েছেন অনেক। মাত্র ১৯ বছর বয়সে আর্সেনালের অধিনায়কের দায়িত্বও পেয়েছিলেন তিনি। তারই অধিনে/নেতৃত্বে টানা তিনবার এফএ কাপের হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়ে। ১৯৮৪ সালে এফসি ট্রাপেস ক্লাবের হয়ে যুব ক্যারিয়ার শুরু করেছিলেন সাবেক এই ফ্রান্স মিডফিল্ডার। এরপর খেলেন ড্রএস ও ট্যুর ক্লাবে। আর ১৯৯৪ সালে বয়সভিত্তিক ক্যারিয়ারে অভিষেক হয় কান ক্লাবের জার্সিতে। এই ক্লাবে এক মৌসুম খেলে চলে যান এসি মিলানে। আর মিলানের জার্সিতে খেলেন ১৯৯৬ সাল পর্যন্ত। ভালো খেলায় ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকেই। ১৯৯৬ সালে যোগ দেন আর্সেনালে। এই ক্লাবের হয়ে ২৭৯টি ম্যাচ খেলে গোল করেছেন ২৯টি। এরপর খেরেন জুভেন্টাস, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটিতে। আর ম্যানসিটির হয়েই অবসরে যান তিনি। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও আলো ছড়ান প্যাট্রিক ভিয়েরা। খেলেন ফ্রান্স অনুর্ধ্ব- ২১ দলে। আর ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত খেলেন ফ্রান্সের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ম্যাচ খেলেন ১০৭টি। ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোচ হিসেবে কাজ করেছেন ম্যানচেস্টার সিটিতে।আর ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছেন নিউ ইয়র্ক সিটিতে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি